Thursday, April 8, 2010

আত্মজা হন্তারক

নিজের আট মাসের কন্যাকে হত্যা করে লাশটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন এক মা। লোমহর্ষক এ ঘটনাটি ঘটে রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ঝিনারপাড়া গ্রামে গত রোববার রাতে। খবর পেয়ে মুন্ডুমালা ফাঁড়ি পুলিশ ঘাতক মা মেরিনাকে (২২) গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৯টায় বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের আতাউরের স্ত্রী মেরিনার একই গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়া চলছিল। মাত্র আট মাস আগে মেরিনার কোলজুড়ে আসে সুমাইয়া খাতুন। কিন্তু সন্তানকে ভালোভাবে নেয়নি মেরিনার প্রেমিক। তাই মেরিনাকে আল্টিমেটাম দেয়, সন্তান থাকলে সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। এতে ক্ষিপ্ত হয়ে পাষ- মা মেরিনা রোববার রাতে কন্যা সুমাইয়াকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। যদি সত্যি সত্যি পরকীয়াজনিত কারণে এ ঘটনা ঘটে থাকে তবে প্রেমিকেরও শাস্তি হওয়া উচিত। মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হামিদ বলেন, ঘাতক মা মেরিনাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো সে তার প্রেমিকের নাম বলেনি। প্রায় পাগলের মতো আচরণ করছে মেরিনা। তবে শিশুটি পরকীয়ার বলি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। প্রতিবেশীরা জানায়, মেরিনার স্বামী আতাউর কৃষিজীবী। প্রায়ই আতাউরের সঙ্গে ঝগড়া হতো মেরিনার। তাদের ধারণা স্বামীর সঙ্গে রাগ করে আবেগপ্রবণ হয়েই শিশুকন্যাকে হত্যা করেছে মেরিনা। পরকীয়ার কোনো বিষয় তাদের জানা নেই। থানা হাজতে মেরিনাও বিলাপ করে কেঁদে এ অভিযোগ অস্বীকার করে। গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment