Monday, October 3, 2011

রূপগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় ধর্ষণের পর হত্যা


রূপগঞ্জ উপজেলার ভোলাবো গ্রামের এক যুবকের প্রেম প্রত্যাখ্যান করায় যুবতী রুমা রানী দাস (১৮) কে গত ১লা অক্টোবর শনিবার রাতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোলাবো গ্রামের সিরাজুল ইসলামের বখাটে ছেলে ডালিম পূর্ণ রবি দাসের মেয়ে রুমা রানী দাস (১৮) কে প্রেম নিবেদন করে আসছিল। রুমা প্রেম প্রত্যাখ্যান করে। পরে গত শনিবার রুমা রানীর পিতা-মাতা তার মামার বাড়ি কালীগঞ্জে বেড়াতে গেলে লম্পট ডালিম (২৪), তার সহযোগী নুরু মুন্সির ছেলে ফারুক (৩০), মজনু মিয়ার ছেলে শামীম (২৫) ও রফিকুল ইসলাম (২৬) রুমার বসতঘরে রাতে প্রবেশ করে ধর্ষণের পর মুখে কাপড় বেঁধে শ্বাসরোধে হত্যা করে। নিহতের বাবা পূর্ণ রবি দাস জানান, বখাটে ডালিমের ভয়ে রুমা রানীর লেখাপড়া গত ২ বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল। তাতেও আমার মেয়ের শেষ রক্ষা হলো না। বখাটেরা আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে। রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমান জানান, লাশ উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রুমা রানী দাসের পিতা পূর্ণ রবি দাস বাদী হয়ে ৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

No comments:

Post a Comment