Sunday, March 27, 2011

নায়িকা স্বর্ণলতা নিখোঁজ সিলেটজুড়ে তোলপাড়

সিলেটের স্বর্ণলতা দেবী বয়স ২৪ মণিপুরী সমপ্রদায়ের অবিবাহিত এ তরুণী সিলেটের মদন মোহন কলেজের বিএসসির ছাত্রী সিলেটী ভাষায় নির্মিত নাটকের নায়িকার ভূমিকায়ও অভিনয় করেছেন একাধিক বার নায়ক ছিলেন পুলিশ কর্মকর্তা গনি আদম নায়ক গনির শখের নাটকের নায়িকা হয়েছিলেন স্বর্ণলতা দেবী এই নাটক নিয়ে ছিল সিলেটে বেশ কৌতূহল তখনই বেশ আলোচনায় ছিলেন গনি ও স্বর্ণলতা দুজনের ভাবের সাগরের খবর ছড়িয়ে পড়তে থাকে এখানে-ওখানে সিলেটের আদালত পাড়া, সিলেটী টিভি নাট্যাঙ্গনসহ শহরজুড়ে তা নিয়ে মাতামাতি হয় কিন্তু তা বেশি দূর গড়ায়নি কেউ তাদের কথা কানে নিলেও উৎসাহেই উড়িয়ে দিয়েছেন তারা এখানেই শেষ হওয়ার কথা কাহিনীর পুলিশ কর্মকর্তা গনি মিশনে যাওয়ার সুবাদে ঘটনার ইতি ঘটে- এ ধারণা পোষণ করেন খোদ মণিপুরি সমপ্রদায়ের লোকজন কিন্তু না; গত চার দিন ধরে খোঁজ নেই স্বর্ণলতা দেবীর পাওয়া যাচ্ছে না তাকে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি তার মোবাইল ফোন বন্ধ তরুণী কোথায় গেলো এ নিয়ে তার পরিবারের শঙ্কা কোথায় আছে, কেমন আছে তা জানেন না তারা এ অবস্থায় স্বর্ণলতা দেবীর দুলাভাই সুতরাম সিংহ পুলিশের দ্বারস্থ হন তিনি তার শ্যালিকা স্বর্ণলতা দেবী নিখোঁজ হয়ে গেছে বলে থানায় জিডি করেছেন ২১শে মার্চ সিলেটের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা এই জিডিতে তিনি স্বর্ণলতা নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করেন কারও সঙ্গে তার সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানাননি জিডিতে মণিপুরি স্বর্ণলতা পুলিশ কর্মকর্তা গনির সঙ্গে কি আদৌ পালিয়েছে এ নিয়ে ধূম্রতা চলছে গনি সিলেটের পুলিশ কর্মকর্তা ছিলেন দীর্ঘ দিন তিনি সিলেট সদর আদালতের এনজিআর পদে চাকরি করেছেন তিনি সিলেটের দক্ষিণ সুরমা ফাঁড়িতেও কর্মরত ছিলেন এনজিআর পদে চাকরির সময় তিনি সিলেটের বিভিন্ন মহলে পরিচিত ছিলেন পারিবারিক জীবনে বিবাহিত গনির সঙ্গে পারিবারিক শখ্য ছিল স্বর্ণলতার পরিবারের এ সুবাদে স্বর্ণলতার সঙ্গে তার ভাব শেষ পর্যন্ত তারা দুজন নায়ক-নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়ে নাটকও নির্মাণ করেন নাটক নির্মাণের সময় গনি ও স্বর্ণলতার প্রেম সিলেটে বেশ আলোচিত হয় আর এবার স্বর্ণলতা নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে মণিপুরি সমপ্রদায়ের লোকজন প্রায় নিশ্চিত স্বর্ণলতা এবার সত্যি সত্যিই গনির ডাকে সাড়া দিয়েছে এর কারণ হিসেবে তারা জানান, কয়েক মাস আগে গনি জাতি সংঘের শান্তি মিশন থেকে ফিরেছেন তিনি দেশে ফেরার পর স্বর্ণলতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন স্বর্ণলতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে তবে স্বর্ণলতা দেবীর ভাই পুরী সিংহ গতকাল জানিয়েছেন, তারা এখনও বোনকে খুঁজে ফিরছেন তিনি বলেন, যদি সে কারও সঙ্গে চলে যায় তবে এ বিষয়টি আমরা জানতাম আপাতত এ নিয়ে আমরা ভাবছি না আমরা তার খোঁজ চাইছি তিনি জানান, পুলিশ কর্মকর্তা গনির সঙ্গে তাদের পারিবারিক শখ্য ছিল তিনি জানান, গনির কাছে চলে যাওয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না এদিকে, ২১শে মার্চ থানায় দায়ের করা জিডিতে সুতরাম সিংহ জানান, সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ৬-১ ছায়াতরু আবাসিক এলাকার গন্দি সিংহের মেয়ে স্বর্ণলতা সিংহ ২১শে মার্চ সকাল ১০টায় বাসা থেকে বের হয় সে কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে যায় কিন্তু বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে ফোন করলে বন্ধ পাওয়া যায় স্বর্ণলতার মোবাইল নম্বর ০১৭৫০-৮৩৩৩০১ পরে তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করেও পাইনি জিডিতে তিনি জানান, স্বর্ণলতার বয়স ২৪ বছর উচ্চতা ৫ ফুট গায়ের রং ফর্সা পরনে ছিল হলুদ রংয়ের সালোয়ার কামিজ ও সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে এদিকে স্বর্ণলতার পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণলতার পিতা-মাতা ভারতে থাকার কারণে তার দুলাভাই জিডি করেছেন গতকাল তারা দেশে ফিরেছেন এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, থানায় জিডি দায়ের করার পর এ বিষয়ে তদন্ত চলছে এ ব্যাপারে গনির সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায় স্বর্ণলতার পরিবারের লোকজন জানান, ২১ শে মার্চ থেকে গনির মোবাইল ফোনও বন্ধ রয়েছে যদি আমরা প্রমাণ পাই তবে আইনের দ্বারস্থ হবো

No comments:

Post a Comment